মদীয় ফ্যান্টাসির পাঠপ্রতিক্রিয়া-কৌশিক সেন
||রাহেবুলের প্রথম কাব্যি মদীয় ফ্যান্টাসির
পাঠপ্রতিক্রিয়া|| আলোচনায় কবি কৌশিক সেন||
“আত্মহত্যার ঢিবি
আর কুটিরশিল্পের দেশী রাইফেল
কোনোদিন ফিরে আসে…” --- চাকা
কবি রাহেবুলের প্রথম কাব্যগ্রন্থ ‘মদীয় ফ্যান্টাসি”র নিগূঢ় দ্যোতনা যেন! কবির সৃষ্টির সাথে পরিচয় সামাজিক মাধ্যমেই। ওনার লেখার প্রতি যথেষ্ট কৌতূহল জন্মায়। তাই বইটির লিঙ্ক পাওয়া মাত্রই বুক করে ফেলেছিলাম।
কাব্যগ্রন্থটি একবার পড়বার পর যে ব্যাপারটি সবথেকে বেশী করে মনে হবে, সেটা কবির স্বতঃস্ফূর্ততা। কাব্যভাবনা প্রকাশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এক্সপেরিমেন্ট থাকলেও প্রবাহ কোথাও বাধাপ্রাপ্ত হয়নি।
কবি স্পর্শকাতর। রাহেবুল লিখছেন,
“দুই বেড়াল আর আমিতে মিলে আখার পাড়ে বসে
কতগুলি মরমিয়া আগুন পুড়ছিল একা একা...” ---আখা
রাহেবুলের লিরিক্যাল ইন্টেন্সিটি অন্য মাত্রা পায়। বুঝি ওনার ঐশ্বর্য কতোটা গভীর!
শব্দচয়ন ও ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কবিতাগুলিকে স্বতন্ত্র ও ভিন্নধর্মী করে তোলে। “অথবা কচুকাটা রাই”, “জুম ইন” বা “ঈশ্বরের পাঠ” বইটির অন্যতম সফল প্রচেষ্টা। তবুও দু তিনটি কবিতা আপন মহিমায় মাথা তুলে দাঁড়াতে পারেনি
কাব্যগ্রন্থের সূচিপত্রহীনতা পাঠকের কাছে কিঞ্চিৎ পীড়াদায়ক হতে পারে। কবির ফ্যান্টাসি জগতের ও কাব্যগ্রন্থের বিষয় ও কেন্দ্রিয় ভাবনার সহিত প্রচ্ছদ কতোটা সাযুজ্য রাখে, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায়।
কবি রাহেবুলের সৃষ্টির প্রতি প্রত্যাশা বেড়ে গেল। পরবর্তী কাব্যগ্রন্থের অপেক্ষায় রইলাম।
কাব্যগ্রন্থ – মদীয় ফ্যান্টাসি
কবি – রাহেবুল
প্রকাশক – সৃষ্টিসুখ
বিনিময় মূল্য – ৯৯ টাকা
****
আলোচক: কৌশিক সেন
Comments
Post a Comment