Posts

মাংসের উৎসব মদীয় ফ্যান্টাসি...

Image
নরমাংসের উৎসব...  হ্যাঁ কাল কুরবানি ইদ... মাংসের উৎসব। আর মাংসের উৎসব মানেই 'মদীয় ফ্যান্টাসি'। অবশ্য সে নরমাংস, নরমাংসের উৎসব। প্রতিবার একটা করে কুরবানি ইদ আসে-যায়, আর এমন মনেহয়৷ 

মদীয় ফ্যান্টাসির পাঠপ্রতিক্রিয়া-কৌশিক সেন

Image
  || রাহেবুলের প্রথম কাব্যি মদীয় ফ্যান্টাসির পাঠপ্রতিক্রিয়া || আলোচনায় কবি কৌশিক সেন ||   “ আত্মহত্যার ঢিবি আর কুটিরশিল্পের দেশী রাইফেল কোনোদিন ফিরে আসে…” --- চাকা কবি রাহেবুলের প্রথম কাব্যগ্রন্থ ‘মদীয় ফ্যান্টাসি”র নিগূঢ় দ্যোতনা যেন! কবির সৃষ্টির সাথে পরিচয় সামাজিক মাধ্যমেই। ওনার লেখার প্রতি যথেষ্ট কৌতূহল জন্মায়। তাই বইটির লিঙ্ক পাওয়া মাত্রই বুক করে ফেলেছিলাম। কাব্যগ্রন্থটি একবার পড়বার পর যে ব্যাপারটি সবথেকে বেশী করে মনে হবে , সেটা কবির স্বতঃস্ফূর্ততা। কাব্যভাবনা প্রকাশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এক্সপেরিমেন্ট থাকলেও প্রবাহ কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। কবি স্পর্শকাতর। রাহেবুল লিখছেন , “ দুই বেড়াল আর আমিতে মিলে আখার পাড়ে বসে কতগুলি মরমিয়া আগুন পুড়ছিল একা একা...” ---আখা রাহেবুলের লিরিক্যাল ইন্টেন্সিটি অন্য মাত্রা পায়। বুঝি ওনার ঐশ্বর্য কতোটা গভীর! শব্দচয়ন ও ভাষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কবিতাগুলিকে স্বতন্ত্র ও ভিন্নধর্মী করে তোলে। “অথবা কচুকাটা রাই” , “ জুম ইন” বা “ঈশ্বরের পাঠ” বইটির অন্যতম সফল প্রচেষ্টা। তবুও দু তিনটি কবিতা আপন মহিমায় মাথা তুলে দাঁড়াতে পারেনি কাব্যগ্রন্থের স

মদীয় ফ্যান্টাসি নিয়া দু'এক কথা - জিয়াভাই

'মদীয় ফ্যান্টাসি' নিয়া জিয়াভাই এর অগোছালো দু'এক কথা... কতটা ঝোল খেলে...? অধমের বমি হতে পারে...? এমনটা না যে পরিযায়ী...? !!! আষ্টে থাকা শিকড় কুড়োতে কুড়োতে এক সিঁড়ি। মোটকথা হলো কি বাঁচা... মরাভরাচান্দ্‌, রিভিজিটেড: পানি, অথবা কচুকাটা রাই, সইসাবুদ, সাদাটি, তাড়ুয়া, আছিল, ফানাফিল্লা, নাপাকচক্র, বিপ, নিজ নাম ফুরকুন্দু, বগা ও শর্টসার্কিট, কাউয়াক্যাচাল, আখা, ... অধমের ভাষায়ঃ- হিসেবে মিলছিল আঙুলে আঙুল। ফিরে দেখাঃ- অবাক হই কতটা অধম হলে নিজ বমি আবারও গেলা... বিশদে পড়তে, জানতে বইটি কিনেই ফেলুন... বইটি প্রকাশক সৃষ্টিসুখ-এর আউটলেটেও পাওয়া যাচ্ছে। ঠিকানা - সৃষ্টিসুখ, ৩০এ সীতারাম ঘোষ স্ট্রিট, কলকাতা ৯। ৯০৫১২ ০০৪৩৭ এই নাম্বারে হোয়াটস্যাপ করেও বই নেওয়া যাবে। আউটলেট খোলা থাকে এগারোটা থেকে ছ-টা পর্যন্ত... [ইদানীং আউটলেটের খবর জানা নেই। করোনাকালে প্রকাশকের ওয়েবসাইটে বা ফোনে অর্ডার করলে ডাক মাধ্যমে বইটি পাওয়া যেতে পারে]

মদীয় ফ্যান্টাসি: রকিং রাহেবুল

               মদীয় ফ্যান্টাসি:  রকিং  রাহেবুল রাহেবুল। কবি রাহেবুল। তরুণ। তাঁর কবিতা বেশ পরিণত। নতুন আঙ্গিক। ভাষা ঝরঝরে। বেশ আলাদা। প্রথম বই ' মদীয়   ফ্যান্টাসি ' সম্ভবত। বেশ ভালো । রাহেবুলের কবিতা জিভে দিন। স্বাদ পাবেন। সারা জীবন ঠাকুর-ইলিশ খেলে বদ্হজম। বরং কাদাখোঁচার মাংস দু ' চার পিস খান।      — পিয়াস রশিদ

মদীয় ফ্যান্টাসি: তিলেক ডিকোডিং

মদীয় ফ্যান্টাসি: তিলেক ডিকোডিং  রাহেবুলদার “ মদীয় ফ্যান্টাসি ” পড়তে পড়তে কোথায় যেন একটা পাঠ প্রতিক্রিয়া দেবার ফ্যান্টাসি চলে এলো। যদিও এত উচ্চমানের লেখায় পাঠ প্রতিক্রিয়া দেবার সাহস বা সামর্থ্য কোনোটাই নেই এই অধম পাঠকের। তবু দুস্পর্ধা দেখাবার সাহস করেই ফেললাম। আমি খুব সামান্য একজন পাঠক। পাঠক বললে অবশ্য ভুল হবে নিজেকে কবিতা বিলাসি বলা ই ভালো। সবার লেখা ভালো লাগেনা , সবার লেখা — সবসময় পড়ে ওঠার সময় হয়ে ওঠে না বলেই হয়তো অনেক মুক্তসম লেখা আমার পরিধির বাইরে থেকে যায়। আগেই বলেছি আমি নিয়মিত পাঠক নই। কিন্তু আমার বন্ধু লিস্টের রাহেবুলদা কিংবা সঙ্গীতা মাইতির লেখাগুলো চোখে পড়লেই না পড়ে থাকতে পারিনা। এদের লেখাগুলো আমা য় প্রচ ণ্ড ভাবে টানে। যদিও লিখনশৈলী দু ' জনের দুই প্রকৃতির। রাহেবুলদার শব্দ কিংবা কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বাংলা সাহিত্যের বাঁক যে পরিবর্তন হচ্ছে তার পূর্বাভাস। কবিতাগুলো পড়তে পড়তে শব্দগুলো ভাঙতে ভাঙতে হারিয়ে যেতে হয় কবিতার মধ্যে। তবু দুর্ভেদ্য। রাহেবুলদার কবিতা ভেদ করে ওঠার সামর্থ্য আমার মতো সাধারণ পাঠকের সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে লেখার মধ্যে আছে এমন এক মাদকতা যা সহজ

মদীয় ফ্যান্টাসি-রাহেবুল

Image
                               ।। মদীয় ফ্যান্টাসি - রাহেবুল ।।    প্রাথমিক  দু-চার কথা রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি'। এটি ২০১৯ কলকাতা বইমেলা উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বইমেলায় বইটির প্রকাশ সম্ভব হয়নি, শেষমেশ ১৪ ই জুন ২০১৯ বইটি প্রকাশিত হয় কলেজস্ট্রিটে বইচিত্র সভাকক্ষে। সেই সব পাঠকবর্গের জন্যে যারা ভাষায়-ভাবে-কবিতায় নিয়ত নূতন হতে চান , নূতন কিছু ধারণ করেন ভাবনায়, বিকল্প-অফবিট-অপর-অন্যরকম এর সন্ধান করেন! এই বই পুরাতনকে নতুন করে উলটেপালটে দেখা। যাদের  উটকো, উৎকট, উদ্ভট, খাপছাড়া, আধখ্যাঁচড়া, আঁতেলীয়, আবালীয় বয়নে অ্যালার্জি নেই তাদের সর্বাগ্রে ভালোলাগবে মদীয় ফ্যান্টাসি।  গতানুগতিকের বাইরে হাঁটতে ইচ্ছুক, ভাষা-ভাব-শব্দ-শৈলী-বাক্য-বাক্যাংশ-ধ্বনি-ছন্দ ইত্যাদি যন্ত্রাংশ নিয়ে পাগলামো পছন্দ করেন কি? তাহলে এই পরীক্ষানিরীক্ষামূলক লেখাদের বইটি আপনারই ফ্যান্টাসি।  কবির নাম শোনেননি ইতিপূর্বে তাই তো?  কবি এক চালচুলোহীন, গডফাদারহীন, গ্রুপহীন বগা। কবিতার কাছে একমাত্র যার দায়গ্রস্ততা। 'মদীয় ফ্যান্টাসি'তে কবিতা রয়েছে সর্বমোট ৫২