মদীয় ফ্যান্টাসি-রাহেবুল
।। মদীয় ফ্যান্টাসি - রাহেবুল ।।
প্রাথমিক দু-চার কথা
রাহেবুল বিরচিত প্রথম কাব্যি 'মদীয় ফ্যান্টাসি'। এটি ২০১৯ কলকাতা বইমেলা উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বইমেলায় বইটির প্রকাশ সম্ভব হয়নি, শেষমেশ ১৪ ই জুন ২০১৯ বইটি প্রকাশিত হয় কলেজস্ট্রিটে বইচিত্র সভাকক্ষে। সেই সব পাঠকবর্গের জন্যে যারা ভাষায়-ভাবে-কবিতায় নিয়ত নূতন হতে চান , নূতন কিছু ধারণ করেন ভাবনায়, বিকল্প-অফবিট-অপর-অন্যরকম এর সন্ধান করেন! এই বই পুরাতনকে নতুন করে উলটেপালটে দেখা। যাদের উটকো, উৎকট, উদ্ভট, খাপছাড়া, আধখ্যাঁচড়া, আঁতেলীয়, আবালীয় বয়নে অ্যালার্জি নেই তাদের সর্বাগ্রে ভালোলাগবে মদীয় ফ্যান্টাসি।
গতানুগতিকের বাইরে হাঁটতে ইচ্ছুক, ভাষা-ভাব-শব্দ-শৈলী-বাক্য-বাক্যাংশ-ধ্বনি-ছন্দ ইত্যাদি যন্ত্রাংশ নিয়ে পাগলামো পছন্দ করেন কি? তাহলে এই পরীক্ষানিরীক্ষামূলক লেখাদের বইটি আপনারই ফ্যান্টাসি।
কবির নাম শোনেননি ইতিপূর্বে তাই তো? কবি এক চালচুলোহীন, গডফাদারহীন, গ্রুপহীন বগা। কবিতার কাছে একমাত্র যার দায়গ্রস্ততা।
'মদীয় ফ্যান্টাসি'তে কবিতা রয়েছে সর্বমোট ৫২ টি। কবিতাগুলি্ রচিত হয়েছে ২০১০ ও তৎপরবর্তী ২০১৮ সাল পর্যন্ত। যে লেখাগুলি প্রায় সবই পূর্বে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বরাক উপত্যকা থেকে প্রকাশিত 'নতুন কবিতা', 'কবিতা পাক্ষিক', 'মধ্যবর্তী', 'পাগল বনে', 'হেমলক', 'ইবলিশ', 'কবিতার লাইট হাউস', 'শাঙ্খিক', 'রেখাচিত্র' প্রভৃতি লিটল ম্যাগাজিনে। কিছু লেখা প্রকাশিত হয় 'শূন্যাঙ্ক', 'কারনেশন', 'দৈনিক বজ্রকণ্ঠ' 'জল্প-ই', 'অপরজন', 'অংশুমালী' এর মতোন ব্লগজিনে। তাই এখানে সেইসব পত্রিকার সম্পাদক/কর্তৃপক্ষের অবদানটুকু স্বীকার্য।
মদীয় ফ্যান্টাসি প্রকাশ করেছেন কলকাতাস্ত সৃষ্টিসুখ প্রকাশনা ...সৃষ্টিসুখের ওয়েবসাইট থেকে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাচ্ছে, অফলাইনেও পাওয়া যাচ্ছে তাদের কলকাতাস্ত বিপণনী ও অন্যত্র থেকে। বইটির মুদ্রিত মূল্য ৯৯ টাকা মাত্র।
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রোহণ কুদ্দুস (সোনিয়াকামোজ) ... শিল্পীকে আন্তরিক ভালোবাসা ...প্রিয় পাঠকবন্ধু অবশ্য অবশ্যই কবির প্রথম বইটি পড়ুন এই আবদার রইছে কবির তরফে, আর ভাগ করে নিন আপনার মন্দলাগা-ভালোলাগাটুকু।
আপনার মন্দলাগা-ভালোলাগে স্বচ্ছন্দে লিখুন এখানে: pathprotikriyarahebul@gmail.com
প্রকাশকের ঠিকানাঃ 30A Sitaram Ghosh Street, Kolkata 9Mobile- +91 90512 00437Monday – Saturday: 12:00 – 18:00
বইটি অনলাইনে সংগ্রহ করতে চাইলে এখান থেকে নিন: http://sristisukh.com/ss_wp/product/%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF/
পুনশ্চঃ 'মদীয় ফ্যান্টাসি'র প্রাথমিক পরিচয় প্রদানের জন্যে এটি একটি পরিচিতিমূলক নিবন্ধ মাত্র। বইটি পড়বার মাধ্যমে শেষ কথা বলতে পারেন কেবল একজন নিবিষ্ট পাঠকই। সেই অপেক্ষাতেই থাকা। ভালো থাকুন সকলে।
Comments
Post a Comment