Posts

Showing posts from 2019

মদীয় ফ্যান্টাসি: রকিং রাহেবুল

               মদীয় ফ্যান্টাসি:  রকিং  রাহেবুল রাহেবুল। কবি রাহেবুল। তরুণ। তাঁর কবিতা বেশ পরিণত। নতুন আঙ্গিক। ভাষা ঝরঝরে। বেশ আলাদা। প্রথম বই ' মদীয়   ফ্যান্টাসি ' সম্ভবত। বেশ ভালো । রাহেবুলের কবিতা জিভে দিন। স্বাদ পাবেন। সারা জীবন ঠাকুর-ইলিশ খেলে বদ্হজম। বরং কাদাখোঁচার মাংস দু ' চার পিস খান।      — পিয়াস রশিদ

মদীয় ফ্যান্টাসি: তিলেক ডিকোডিং

মদীয় ফ্যান্টাসি: তিলেক ডিকোডিং  রাহেবুলদার “ মদীয় ফ্যান্টাসি ” পড়তে পড়তে কোথায় যেন একটা পাঠ প্রতিক্রিয়া দেবার ফ্যান্টাসি চলে এলো। যদিও এত উচ্চমানের লেখায় পাঠ প্রতিক্রিয়া দেবার সাহস বা সামর্থ্য কোনোটাই নেই এই অধম পাঠকের। তবু দুস্পর্ধা দেখাবার সাহস করেই ফেললাম। আমি খুব সামান্য একজন পাঠক। পাঠক বললে অবশ্য ভুল হবে নিজেকে কবিতা বিলাসি বলা ই ভালো। সবার লেখা ভালো লাগেনা , সবার লেখা — সবসময় পড়ে ওঠার সময় হয়ে ওঠে না বলেই হয়তো অনেক মুক্তসম লেখা আমার পরিধির বাইরে থেকে যায়। আগেই বলেছি আমি নিয়মিত পাঠক নই। কিন্তু আমার বন্ধু লিস্টের রাহেবুলদা কিংবা সঙ্গীতা মাইতির লেখাগুলো চোখে পড়লেই না পড়ে থাকতে পারিনা। এদের লেখাগুলো আমা য় প্রচ ণ্ড ভাবে টানে। যদিও লিখনশৈলী দু ' জনের দুই প্রকৃতির। রাহেবুলদার শব্দ কিংবা কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বাংলা সাহিত্যের বাঁক যে পরিবর্তন হচ্ছে তার পূর্বাভাস। কবিতাগুলো পড়তে পড়তে শব্দগুলো ভাঙতে ভাঙতে হারিয়ে যেতে হয় কবিতার মধ্যে। তবু দুর্ভেদ্য। রাহেবুলদার কবিতা ভেদ করে ওঠার সামর্থ্য আমার মতো সাধারণ পাঠকের সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে লেখার মধ্যে আছে এমন এক মাদকতা যা সহজ...

মদীয় ফ্যান্টাসি-রাহেবুল

Image
                               ।। মদীয় ফ্যান্টাসি - রাহেবুল ।।    প্রাথমিক  দু-চার কথা রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি'। এটি ২০১৯ কলকাতা বইমেলা উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বইমেলায় বইটির প্রকাশ সম্ভব হয়নি, শেষমেশ ১৪ ই জুন ২০১৯ বইটি প্রকাশিত হয় কলেজস্ট্রিটে বইচিত্র সভাকক্ষে। সেই সব পাঠকবর্গের জন্যে যারা ভাষায়-ভাবে-কবিতায় নিয়ত নূতন হতে চান , নূতন কিছু ধারণ করেন ভাবনায়, বিকল্প-অফবিট-অপর-অন্যরকম এর সন্ধান করেন! এই বই পুরাতনকে নতুন করে উলটেপালটে দেখা। যাদের  উটকো, উৎকট, উদ্ভট, খাপছাড়া, আধখ্যাঁচড়া, আঁতেলীয়, আবালীয় বয়নে অ্যালার্জি নেই তাদের সর্বাগ্রে ভালোলাগবে মদীয় ফ্যান্টাসি।  গতানুগতিকের বাইরে হাঁটতে ইচ্ছুক, ভাষা-ভাব-শব্দ-শৈলী-বাক্য-বাক্যাংশ-ধ্বনি-ছন্দ ইত্যাদি যন্ত্রাংশ নিয়ে পাগলামো পছন্দ করেন কি? তাহলে এই পরীক্ষানিরীক্ষামূলক লেখাদের বইটি আপনারই ফ্যান্টাসি।  কবির নাম শোনেননি ইতিপূর্বে তাই তো?  কবি এক চালচুলোহীন, গডফা...