Posts

Showing posts from July, 2019

মদীয় ফ্যান্টাসি-রাহেবুল

Image
                               ।। মদীয় ফ্যান্টাসি - রাহেবুল ।।    প্রাথমিক  দু-চার কথা রাহেবুল বিরচিত প্রথম কাব্যি  'মদীয় ফ্যান্টাসি'। এটি ২০১৯ কলকাতা বইমেলা উপলক্ষে ধরাধামে অবতীর্ণ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বইমেলায় বইটির প্রকাশ সম্ভব হয়নি, শেষমেশ ১৪ ই জুন ২০১৯ বইটি প্রকাশিত হয় কলেজস্ট্রিটে বইচিত্র সভাকক্ষে। সেই সব পাঠকবর্গের জন্যে যারা ভাষায়-ভাবে-কবিতায় নিয়ত নূতন হতে চান , নূতন কিছু ধারণ করেন ভাবনায়, বিকল্প-অফবিট-অপর-অন্যরকম এর সন্ধান করেন! এই বই পুরাতনকে নতুন করে উলটেপালটে দেখা। যাদের  উটকো, উৎকট, উদ্ভট, খাপছাড়া, আধখ্যাঁচড়া, আঁতেলীয়, আবালীয় বয়নে অ্যালার্জি নেই তাদের সর্বাগ্রে ভালোলাগবে মদীয় ফ্যান্টাসি।  গতানুগতিকের বাইরে হাঁটতে ইচ্ছুক, ভাষা-ভাব-শব্দ-শৈলী-বাক্য-বাক্যাংশ-ধ্বনি-ছন্দ ইত্যাদি যন্ত্রাংশ নিয়ে পাগলামো পছন্দ করেন কি? তাহলে এই পরীক্ষানিরীক্ষামূলক লেখাদের বইটি আপনারই ফ্যান্টাসি।  কবির নাম শোনেননি ইতিপূর্বে তাই তো?  কবি এক চালচুলোহীন, গডফা...